জাপান সফর শেষে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৯৫৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ওয়াশিংটনে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। আমেরিকা সফরের প্রথম দিনে ওয়াশিংটনে বাংলাদশ সময় রাত সাড়ে ৩টায় আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
১মে বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘রিফ্লেকশন অন ফিফটি ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এমডি ও ভাইস-প্রেসিডেন্টদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। বিশ্বব্যাংকের বোর্ড সদস্যদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ২ মে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেবেন। যুক্তরাষ্ট্রে সাত দিনের সফর শেষে ৪ মে প্রধানমন্ত্রী লন্ডন যাবেন। সেখানে যুক্তরাজ্যের রাজা ও রানী হিসাবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ৮ মে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।