জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান ফুমিও কিশিদা দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এলডিপির নেতা হিসেবে জয় পান কিশিদা।
এলডিপির সভাপতি নির্বাচনে দলের ৩৮২ জন পার্লামেন্ট সদস্যের বাইরে, সাধারণ সদস্যরা সম্মিলিতভাবে আরও ৩৮২টি ভোট দেওয়ার সুযোগ পান। এবারের এলডিপির দলীয় নেতা নির্বাচনে মোট প্রার্থী ছিলেন চারজন। তাঁদের মধ্যে সাম্প্রতিক জরিপে আরেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে করোনার টিকার দায়িত্বে থাকা মন্ত্রী তারো কোনো বেশ এগিয়ে ছিলেন। প্রথম দফার ভোটে কিশিদা ও কোনোর লড়াই চলছিল প্রায় সমানে সমানে। চূড়ান্ত গণনায় কিশিদা মাত্র এক ভোটে এগিয়ে থেকে প্রথম স্থান পান।



















