জানুয়ারির শেষে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
জানুয়ারির শেষে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এর আগে আগামীকাল থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত দু’দিনে তাপমাত্রা খানিকটা বাড়লেও রোববার বিকেল থেকে উত্তর-পশ্চিমের হিমেল বাতাস বইতে শুরু করেছে। এর সঙ্গে শুরু হয়েছে কুয়াশা পড়া। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২১ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আরো কমতে শুরু করবে। এরপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেটি ৩ দিন স্থায়ী হতে পারে। এ সময় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে মাঝারি ধরনের কুয়াশার আভাস রয়েছে। ২৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার ধারা নিম্নমুখী থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।





















