জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ

- আপডেট সময় : ০১:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ। নতুন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
অ্যাডভোকেট শামসুল হক টুকু পাবনা-১ আসনের সংসদ সদস্য।বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সাত বারের সংসদ সদস্য, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বির মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যাবলী ঠিক হবে। এদিকে অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।