জাতীয় সংসদের হুইপ ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে একটি শিল্পগ্রুপের মালিকানাধিন চারটি গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশিত সংবাদ মিথ্যা দাবি করে তার প্রতিবাদ জানিয়েছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের দাবি, ব্যক্তিগত বিরোধের জের ধরে জাতীয় সংসদের হুইপ ও তার পরিবারের ভাবমুর্তি ক্ষুন্ন করতেই ওই শিল্প গ্রুপের মালিক তার নিজস্ব গণমাধ্যমগুলো ন্যক্কারজনকভাবে ব্যবহার করছে। প্রকাশিত সংবাদগুলোতে কয়েক দশক আগের মিমাংশিত ঘটনাগুলোকে সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। তবে সংবাদ সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে এসে হুইপ ও তার পুত্রের বিরুদ্ধে সাংবাদিকদের বিভিন্ন অভিযোগের উত্তর না দিয়ে তরিঘরি করে সংবাদ সম্মেলনের সমাপ্ত ঘোষণা করা হয়।
























