জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলে রাব্বী মিয়া আর নেই
- আপডেট সময় : ০১:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলে রাব্বী মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত ২টায় নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৮৬, ৮৮, ৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ফজলে রাব্বি মিয়া। ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরাজিত হন। পরে ২০০৮, ১৪ ও ২০১৯-এর সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০-এ আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ফজলে রাব্বি। দশম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




















