জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আসার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। নিহত সুমন হালদার সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদারের ছেলে এবং বরিশাল বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাষ্টার্সের ছাত্র।
দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের নেহালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শোকের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়ি থেকে ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলে চড়ে সে জেলা শহরে আসার পথে নেহালপুর ব্রীজের উপরে বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ সে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমন হালদারকে মৃত বলে ঘোষণা করে।



















