জাতীয় যুবজোটের মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
জেলা জাতীয় যুব জোটের আয়োজনে সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার শহরের ২ নম্বর রেলগেটে জাসদ জেলা কার্যালয়ের সামনে মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদ এবং খুনীদের গ্রেফতার ও বিচার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনাসহ আরও অনেকে।
ময়মনসিংহে পরিপত্র সংশোধন ও চুক্তিপত্র বাতিল করে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় মানববন্ধন হয়েছে। কর্মসুচীতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব এমদাদুল হক, বিভাগীয় সভাপতিসহ
জেলার নেতারা।
ষড়যন্ত্র ও মিথ্যাচার করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বানচাল ও দলীয় কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দের বিরুদ্ধে।