জাতীয় পার্টির মহাসচিবকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে

- আপডেট সময় : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে রাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে এশার নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।দলের মহাসচিবের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি।
রাতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। এর আগে এশার নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। পরে তার মরদেহ রাখা হয় কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে। এ সময় শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জিয়াউদ্দিন সব সময় আপসহীন ছিলেন।
দলের মহাসচিবের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি। শনি থেকে সোমবার পর্যন্ত দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা তোলা হবে। এছাড়া, রোববার কেন্দ্রীয় কার্যালয়ে শোক সভা করবে জাতীয় পার্টি।