জাতীয় পার্টিতে কেউ দুটির বেশী পদে থাকতে পারবে নাঃ রাঙ্গা

- আপডেট সময় : ০৬:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
জাতীয় পার্টিতে দুটির বেশী পদে থাকতে পারবেনা বলে জানান মশিউর রহমান রাঙ্গা রাজধানীর বনানীর জাতীয় পার্টির কর্যালয়ে ২০ মার্চ জাতীয় পার্টির সাবেক চেয়াম্যান প্রয়াত হুসাইন মোহম্মাদ এরশাদের জন্ম দিন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ মার্চ জন্মশত বর্ষিকী উপলক্ষে করণীয় ঠিক করতে প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি আরো বলেন ২০ মার্চ প্রায়াত এরশাদের জন্মদিন উপলক্ষে সব জেলাগুলোর অঙ্গ ও সহযোগি শাখাতে দোয়া মহাফিল ও দুস্থ্য মানুষদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি আলোচনার সভা করার সিদ্ধন্ত হয়েছে । এবং ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে থানা ও জেলা পর্যায়ে বানি দেয়ার কথা আলোচনা হয়েছে বলে জানান তিনি । এ সময় করোনা ভাইরাস আক্রান্ত মহামারি আকার ধারণ করার আগেই তা রোধে ব্যবস্থ্য গ্রহনের জন্য সরকারকে অনুরোধ জানান তিনি ।