জাতীয় নিরাপদ সড়ক দিবসে নানা কর্মসূচি

- আপডেট সময় : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৮৮২ বার পড়া হয়েছে
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে, আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’।
নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ক্রোড়পত্র প্রকাশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাজসজ্জা, নিরাপত্তা বিষয়ক পোস্টার, ব্যানার, স্টিকার প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটি’এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এ ছাড়া নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য দিয়ে মোবাইল এসএমএসের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও জেলা-উপজেলা পর্যায়ে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২০১৭ সালে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে।