জাতীয় দলের নির্বাচক হলেন আবদুর রাজ্জাক
- আপডেট সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জাতীয় দলের নির্বাচক হলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। বুধবার বিসিবির অনলাইন সভায় তার নিয়োগ চূড়ান্ত হয়। ২০১৭ সাল থেকে বিভিন্ন সময় ৩ সদস্যের প্যানেল করার কথা বলা হলেও, এবার পূর্ণ প্যানেল পেল নির্বাচকরা।
নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রাজ্জাক। দেশের হয়ে সাবেক এ বাহাতি স্পিনার ১৫৩ ওয়ানডেতে নিয়েছেন ২০৭ উইকেট। ১৩ টেস্টে ২৮ আর ৩৪টি-টুয়েন্টিতে নেন ৪৪ উইকেট। ঘরোয়া ক্রিকেটে ৩ ফরম্যাট মিলে এক হাজারের বেশি উইকেট নিয়েছেন রাজ্জাক। জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও অনেকদিন দলের বাইরে বাহাতি স্পিনার। তবে এখনো খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। এদিকে, আরো কিছু সিদ্ধান্ত হয় বিসিবির অনলাইন বোর্ড সভায় ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন নিশ্চিত করে ঘরোয়া ক্রিকেট চালু করতে চায় বোর্ড।





















