জাতীয় গ্রিড বিপর্যয়ে বিএনপির ষড়যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
সহসাই জ্বালানি তেলের দাম কমানোর কোন সুযোগ নেই বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সম্প্রতি দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয় নিয়েও কথা বলেন তিনি।
এই বিপর্যয়ের পেছনে বিএনপির কোন ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী। সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে নসরুল হামিদ বলেন, তেল-গ্যাস আমদানীর বিকল্প কোন উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন হঠাৎ জাতীয় গ্রিডে এই সমস্যা হয়েছে, সেটা জানতে তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন নিরবিচ্ছিন্ন গ্রিড পেতে প্রায় দুবছরের মত সময় লাগবে। সরকার ধাপে ধাপে কাজ করছে।
চলমান লোডশেডিং এর মাঝে বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতি সহনীয় পর্যায়ে এসেছে। সকালে নিজ বাসভবনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন। জানান, সহসা জ্বালানি তেলের মূল্য কমার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবারের ব্লাক আউটের পিছনে কারও হাত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
বিশ্ববাজারে তেল-গ্যাস অস্থিতিশীলতায় দেশে কয়েকমাস ধরে চলছে বিদ্যুৎ সাশ্রয়ের লোডশেডিং। এরই মাঝে মঙ্গলবার ব্ল্যাক আউটের কবলে পড়ে দেশ। এমন পরিস্থিতিতে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে কথা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডের হঠাৎ এই সমস্যা কেনো হয়েছে তার জন্য তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। নিরবিচ্ছিন্ন গ্রিডের অটোমেশনের কাজ করছে সরকার।
তবে বৈশ্বিক কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, দাম কমারও কোনো সম্ভাবনা নেই।
নসরুল হামিদ বিপু আরো বলেন, বিপর্যয়ে বিএনপি নাশকতার ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
























