জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

- আপডেট সময় : ০২:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর জামিলুর রেজা চৌধুরী আর নেই। আজ ভোররাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতরাতে ধানমন্ডির বাসায় ঘুমিয়ে ছিলেন জামিলুর রেজা চৌধুরী। ভোরে সেহরির সময় তাঁর স্ত্রী তাঁকে ডাক দেন। কোনো সাড়া না পাওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট-অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জামিলুর রেজা চৌধুরীর বয়স হয়েছিল ৭৮ বছর। আজ বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামিলুর রেজা চৌধুরী সবশেষ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি’র দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক লাভ করেন। ১৯৯৩ সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধি তৈরি হয়েছিল, জামিলুর রেজা চৌধুরী তাদেরই একজন। দেশের প্রথম মেগাপ্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে ৫ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান ছিলেন জামিলুর রেজা চৌধুরী। আর এখন পদ্মার ওপরে দেশের সবচেয়ে বড় যে সেতু তৈরি হচ্ছে, সেই প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পেও বিশেষজ্ঞ প্যানেলের দলপতি তিনি। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেয়। ড. জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ১৫ নভেম্বর, সিলেটে। ১৯৬৩ সালে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন বুয়েটের পুরকৌশল বিভাগে। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হন তিনি।