জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।
জুম্মার পর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকে টুঙ্গিপাড়া উপজেলার সব মাদ্রাসায় পবিত্র কোরআন খতম হয়। এরপর বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















