জাতীয় পার্টির সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়েছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদবী থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হয়েছে। পরিবহন মালিক সমিতির নেতা মশিউর রহমান রাঙ্গা বর্তমানে রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে তাকে দলের মহাসচিব করেছিলেন।