জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে সাহস যুগিয়েছিলেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কবি ও কবিতার ভূমিকা অপরিহার্য। একসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে সাহস যুগিয়েছিলেন। এ মন্তব্য করেছেন হুইপ ইকবালুর রহিম।
সকালে দিনাজপুর প্রেসক্লাবে বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক মাহমুদ আক্তার বুলু’র কর্মজীবন নিয়ে কবি ও গবেষক চাষা হাবিব রচিত বইয়ের মোড়ক উন্মোচন কালে ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হুইপ বলেন, অস্থির বিশ্বে একমাত্র কবিতাই পারে সমগ্র মানবজাতিকে এক কাতারে শামিল করতে। কবি ও কবিতা কখনো ব্যর্থ হয় না। দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক কবি ও সাহিত্যিক অংশ নেন।