জাতীয় ঐক্যের কাছে হেরে পালিয়েছেন শেখ হাসিনা : আমির খসরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১৮৩২ বার পড়া হয়েছে
জাতীয় ঐক্যের কাছে হেরেই পালিয়েছেন শেখ হাসিনা। সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরী।
দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিল অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, শেখ হাসিনা সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন। নির্বাচনের পর জাতীয় সরকার সব ধরনের সংস্কার শেষ করবে বলে জানান তিনি। জণগণের অর্থনৈতিক মুক্তি দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
























