জাতীয় ঈদগাহে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
জাতীয় ঈদগাহে প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি আরো বলেন, জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সব ধরনের সতর্কতা নিয়েছে ডিএমপি। জাতীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে গিয়ে রেব মহাপরিচালক বলেন, গুজব ছড়িয়ে কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তারা দু’জনেই জানান, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিতেও তৎপর রয়েছে পুলিশ।
বৈরী আবহাওয়ায় সুপ্রিমকোর্ট সংলগ্ন মাঠে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত ঈদুল আজহার প্রধান জামাত।অংশ নেবেন মন্ত্রী আমলা কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বুধবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে ডিএনপি কমিশনার। তিনি জানান, ৩৫ হাজার মুসল্লীর ঈদ জামাত নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে সব ব্যবস্থা। এর মাঝে বিশিষ্টজনদের নিরাপত্তা নিশ্চিতে কে-নাইন নামের ডগ স্কোয়াড পুরো মাঠ চষে বেড়ান ডিএমপির চৌকষ সদস্যরা।
ডিএমপি কমিশনারের পরেই ঈদগাহ পরিদর্শনে যান রেব মহাপরিচালক। ২য় দফা আরো একবার মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড এর মাধ্যমে চলে অনুসন্ধান।
আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা জানান, ঈদের প্রধান জামাতসহ দেশের সব জামাতের নিরাপত্তা নিশ্চিতে তাদের তৎপরতার কথা।
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তারা।
আবহাওয়া খুব বেশী বৈরী হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পরিবর্তে ৮টায় ঈদের প্রধান জামাত হবে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকারমে।

 
																			 
																		



















