জাতিসংঘ খাদ্য সম্মেলনে শেখ হাসিনার ৫ দফা প্রস্তাব
- আপডেট সময় : ০১:০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ২০৩৮ বার পড়া হয়েছে
টেকসই খাদ্য নিরাপত্তার লক্ষ্য অর্জনে বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিতভাবে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালীতে জাতিসংঘ খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব পেশ করেন শেখ হাসিনা।
ইতালীর রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার–এফএও সদর দপ্তরে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপণা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিন দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেখ হাসিনা সারা বিশ্বে ক্ষুধা-দারিদ্র্য-অপুষ্টিতে ভোগা মানুষের কষ্টের কথা তুলে ধরেন।
বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী।
সম্মিলিতভাবে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে, বিশ্বব্যাপী টেকসই খাদ্য নিরাপত্তা অর্জন করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় জানান শেখ হাসিনা।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদসহ বেশ কয়েকজন সরকার প্রধান ও মন্ত্রী বক্তব্য রাখেন।















