জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভোট দেবে শ্রীলংকা: পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্যপদে পরবর্তী নির্বাচনে বাংলাদেশের পক্ষে ভোট দেবে শ্রীলংকা।
দেশটির সফররত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শ্রীলংকার প্রধানমন্ত্রীকে অবহিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ড. একে আবদুল মোমেন জানান, শ্রীলংকার প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটকে একটি গুরুতর সমস্যা হিসাবে অভিহিত করেছেন এবং আশ্বাস দিয়েছেন, তার দেশ সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে।