জাতিসংঘের অধীনে গুম-হত্যার স্বাধীন-নিরপেক্ষ তদন্ত দাবি : গুম প্রতিরোধ দিবসে ফখরুল

- আপডেট সময় : ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের সময়ে প্রতিটি গুম-খুনের ঘটনায় জাতিসংঘের অধীনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের প্রতিবেদন নিয়ে মিথ্যাচার করছে সরকার।আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে এ সব কথা বলেন মির্জা ফখরুল।
ছবি বুঁকে আকড়ে দাড়িয়ে আছে ছোট শিশু সাফা। প্রখর রোদ উপেক্ষা করে সাফার মত অনেকেই নয়া পল্টনে জড়ো হন গুমের শিকার স্বজনদের ফিরে পাওয়ার প্রত্যাশায়।
স্বজনহারাদের হাহাকারে নয়া পল্টনের চারপাশে তৈরী হয় আবেগঘন পরিবেশ।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত মানববন্ধনে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, গুমের ঘটনায় দায় সরকারের।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন দলটির বিএনপি মহাসচিব ।
গুম-খুন করে ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা ক্ষমতাসীনদের বিচার বিশ্ব আদালতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান মির্জা ফখরুল।