জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে মানুষের ঢল

- আপডেট সময় : ০৮:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো জনতার ঢল নামে। মানুষের হাতে ছিলো লাল-সবুজের পতাকা, মুখে বিজয়ের উল্লাস। নানাবয়সী মানুষের সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। ৫০ বছর বয়সী বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে ছিলো মিশ্র প্রতিক্রিয়া।
লাখো শহীদের রক্ত দিয়ে কেনা বিজয়ের আরেকটি নতুন সূর্য। ব্যতিক্রম শুধু সময়ের। ৫০ বছরের পূর্ণতা পেয়ে যেনো আরো রক্তিম।
কুয়াশার শুভ্র সকাল আর লাল সূর্যের আলো ঠিকরে পড়ছে ধরণীতে। আলোকিত হচ্ছিলো চারিধার। ঠিক তখনই মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে লাখো জনতার ঢল।
শ্রদ্ধা জানাতে আসা মানুষের মিছিল থেকে সুরের মুর্ছনা আর জনতার কোলাহলে সময় গড়িয়ে মুখরিত জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে এসে হাজারো মানুষের বাঁধভাঙা উল্লাস।
সূর্যসন্তানদের বিনম্র সম্মান জানাতে হাতে ৯ মাসে স্বাধীনতায় পাওয়া সেই লাল-সবুজের পতাকা আর নানা রংয়ের ফুল।
স্বাধীনতা যুদ্ধের ৫০ বছরে উন্নত বাংলাদেশ গড়ার আশায় বুক বেঁধে শহীদ বেদীতে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন।
বিজয় কেতন উড়িয়ে স্মৃতিসৌধে আসেন আগামী প্রজন্মের নিস্পাপ শিশু-কিশোররাও।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মিছিলে পিছিয়ে ছিল না রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। রাষ্ট্রীয় সম্মান জানানোর পর একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতারা।