জাতির পিতার মর্যাদার প্রশ্নে কোনও আপস করা হবে না বলে হুঁশিয়ারী সরকারি কর্মকর্তাদের
- আপডেট সময় : ০৮:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জাতির পিতার মর্যাদার প্রশ্নে কোনও আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন সরকারি কর্মকর্তারা। বঙ্গবন্ধু সাংবিধানিকভাবেই জাতির পিতা হিসেবে স্বীকৃত হওয়ায় তার অসম্মান কোনভাবেই সহ্য করা হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন- বিএএসএ। একই সঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সদস্যরা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সদস্যদের। বিসিএসের সব ক্যাডার, ব্যাচ ও বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন।
সমাবেশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘জয় বাংলা’ শব্দটিকে দলীয় বানানো চলবে না। স্বাধীনতার চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কোন অসম্মান হতে দেয়া হবে না।
প্রতিবাদ সমাবেশে পুলিশ মহাপরিদর্শক বলেন, বঙ্গবন্ধুর ওপর হামলা মানে রাষ্ট্র ও সংবিধানের ওপর হামলা। জাতির জনক, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের ওপর কোনো আঘাত আসতে দেয়া হবে না।
বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তাদেরকে দেশবিরোধী উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রশাসনিক কর্মকর্তারা।



















