জাতির পিতার ভাস্কর্য নিয়ে অহেতুক বিতর্ক তৈরী করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
 - / ১৬৭৯ বার পড়া হয়েছে
 
মুজিববর্ষের শেষ সময়ে জাতির পিতার ভাস্কর্য নিয়ে অহেতুক বিতর্ক তৈরী করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ জানিয়েছেন প্রশাসনের সরকারী কর্মকর্তা কর্মচারীরা।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রামে জেলা ও বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তারা। সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলেছে তখন এই গতি থামাতে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণকে নিয়ে প্রশাসন এই ষড়যন্ত্রকে রুখে দেবে বলেও হুঁশিয়ারী দেন তারা। এতে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ সব সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
																			
																		














