জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র্যালি ও পথসভা

- আপডেট সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
“মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই শ্লোগানে বাগেরহাটে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রেলী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় স্বাধীনতা উদ্যান থেকে সামাজিক দূরত্ব মেনে একটি রেলী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতারা রেলীতে অংশ নেন। রেলী শেষে জাটকা সংরক্ষণে প্রচারাভিযানের উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি।
এদিকে, পটুয়াখালীর পায়রাকুঞ্জ নদী ও তেতুলিয়া নদীতে আলাদা অভিযান চালিয়ে ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল দিনভর পায়রাকুঞ্জ নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে পটুয়াখালী কোষ্টগার্ড।
এছাড়া- মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ মন ঝাটকা জব্দ করেছে জেলা মৎস্য কর্মকর্তা। রোববার ভোর থেকে ১০টা পর্যন্ত আলীর টেক, মুন্সীরহাট বাজার, চরডুমুরিয়ায় অভিযান চালিয়ে ২০ ড্রাম জাটকাসহ ১৩ জনকে আটক করা হয়।