জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ অনেক দেশকে পথ দেখাচ্ছে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপ বিশ্বের অনেক দেশকে পথ দেখাচ্ছে। এমন মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরের রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কপ-২৬ প্রাপ্তি ও ভবিষ্যৎ করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। এসময় প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াকে দুঃখজনক বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। সেমিনারে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবূন নাহার, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহম্মদ হোসেনসহ অংশ নেন অনেকে।