জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৬১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন সংকট এড়াতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত। নিউ ইয়র্কে ‘জলবায়ু ন্যায্যতা প্রদান: ত্বরান্বিত উচ্চাকাঙ্খা এবং অভিযোজন ও সবার জন্য প্রাথমিক সতর্কবার্তা বাস্তবায়ন’ শীর্ষক সম্মেলনের বিষয়ভিত্তিক জাতিসংঘের অধিবেশনে এসব মন্তব্য করেন শেখ হাসিনা। গভীর সমুদ্রে সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত জাতিসংঘের একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ।
জলবায়ু ন্যায্যতা প্রদান: ত্বরান্বিত উচ্চাকাঙ্খা এবং অভিযোজন ও সবার জন্য প্রাথমিক সতর্কবার্তা বাস্তবায়ন’ শীর্ষক জলবায়ু উচ্চাকাঙ্খা শীর্ষ সম্মেলনের উচ্চ স্তরের বিষয়ভিত্তিক জাতিসংঘের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মহাসচিবের দুটি উদ্যোগের সমর্থন দিতেই অধিবেশনে বাংলাদেশের যোগদান।আশা প্রকাশ করে বলেন, উন্নয়ন সহযোগীরা জলবায়ু ন্যায্যতা দিতে এই সুযোগগুলোকে কাজে লাগাবে।
বাংলাদেশ ভূমিকম্প নিয়ে দেশব্যাপী প্রদর্শনী মহড়ার আয়োজনের জন্য জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভূজাকার সহযোগিতায় দুর্বল দেশগুলোর সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত।
এ সময় ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ’র বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
গভীর সমুদ্রে সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত জাতিসংঘের একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দফতরে ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন’শীর্ষক এ সন্ধিপত্রে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























