জরুরী চিকিৎসা মেডিকেল অক্সিজেন যোগান দিচ্ছে মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড

- আপডেট সময় : ০৮:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বিআইজিএল নামের একটি প্রতিষ্ঠান করোনায় আক্রান্তদের গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ মেডিকেল অক্সিজেন বা তরল অক্সিজেনের সিংহভাগ যোগান দিচ্ছে। শ্রমিকদের কঠোর নজরদারি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম চলছে বলে জানালেন জেলা প্রশাসক।
যে সময়ে করোনা ভাইরাসের থাবায় দেশের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান বন্ধ। ঠিক সেই সময়ে করোনা আক্রান্তদের জরুরী চিকিৎসা মেডিকেল অক্সিজেন উৎপাদনে মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড চালু রয়েছে।গত ১৮ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় অক্সিজেন উৎপাদন করছে টাঙ্গাইল বিসিক শিল্প নগরীর এই প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বর্তমানে দৈনিক ৭৫০ ঘনমিটার অক্সিজেন উৎপাদিত হলেও ২০০০ ঘনমিটার পর্যন্ত উৎপাদনের সক্ষমতা আছে।
আগে আট ঘন্টা করে কাজ করলেও এখন প্রায় দ্বিগুণ সময় কাজ করছেন প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে শ্রমিকদের নেই কোন অভিযোগ। এই শ্রমে রোগীরা সুস্থ্য হলেই নিজেদের ধন্য মনে করবেন তারা।
স্বাস্থ্য মন্ত্রালয়ের নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে উৎপাদন প্রক্রিয়া সচল রাখতে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক।
দেশের চারটি অক্সিজেন গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এ প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে।