জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন জামায়াতের আমির

- আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, শেখ হাসিনার স্বৈরশাসনামলে দলটির শীর্ষ ৬ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে ‘জুডিশিয়াল কিলিং’-এর শিকার হতে হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাজধানীতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, “শেখ হাসিনার স্বৈরশাসন আমলে আমাদের শীর্ষ ৬ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এছাড়া আরও অনেক নেতাকর্মীকে নির্মমভাবে খুন করা হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের গণ-আন্দোলনে বহু মানুষকে নির্মমভাবে শহীদ করা হয়েছে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে যদি আমাদের সেই নেতারা বেঁচে থাকতেন, তারা জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।”
তিনি অভিযোগ করে বলেন, এসব মামলার কার্যক্রমে ‘সীমাহীন জাল-জালিয়াতি’র আশ্রয় নেওয়া হয়েছে এবং “স্বচ্ছ বিচার প্রক্রিয়ার জন্য দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকে পরামর্শ এলেও তা উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করার ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে সরকার ও বিচার বিভাগ।”
উল্লেখ্য, এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন কারাভোগের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে খালাস পান, যা জামায়াত নেতাদের মধ্যে স্বস্তির পাশাপাশি ক্ষোভেরও জন্ম দিয়েছে অন্য নেতাদের বিচারের প্রক্রিয়া নিয়ে।