জরুরি বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জরুরি বিভাগ চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সকালে মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৫ জন ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। পরে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান ইন্টার্ন চিকিৎসকরা। ৬ বছর ধরে এই দাবিতে কর্মসূচি পালন করে আসছেন তারা।



















