জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়

- আপডেট সময় : ০৪:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৫২৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটে কয়েক দিন ধরে হঠাৎ ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক নারী-পুরুষ ও শিশু জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে অনেক রোগী আবার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ৮ বেডের ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা, সিড়ির ধারে ও করিডোরে ছড়িয়ে ছিটিয়ে গাদাগাদি করে শুয়ে-বসে চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগ রোগী।
জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রতিদিন নানা রোগে চিকিৎসা নিতে আসেন গড়ে ১২০ জন রোগী। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে ডায়রিয়ায় আক্রান্ত নতুন রোগী প্রতিদিন ১৫/২০ জন। ওয়ার্ড, কেবিন ও পেয়িং মিলিয়ে হাসপাতালের ডায়রিয়া বেড ক্যাপাসিটি ৪০ জনের হলেও বর্তমানে ভর্তি রোগী প্রায় ৭০ জন। তাদের অভিযোগ- চিকিৎসা সেবা ও পরিচ্ছন্নতার মান ভালো না, প্রয়োজনীয় ওষুধ দেয়া হয় না, সবকিছু কিনতে হয় বাইরে থেকে।
শুধু অপর্যাপ্ত বেড নয়, হাসপাতালটির প্রশাসন ভুগছে প্রয়োজনীয় জনবল সংকটেও। ডাক্তার-নার্স কম থাকায় রোগীদের চাহিদামতো সেবা দেয়া কঠিন হয়ে পড়ছে। ভাদ্রের প্রচণ্ড গরম, ধুলোবালি, অস্বাস্থ্যকর খাবার আর পৌরসভার সরবরাহ করা দূষিত পানির কারণেই ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে জানান চিকিৎসকরা।
হাসপাতালের সেবার মান বাড়িয়ে ডায়রিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।