জমে থাকা গ্যাস থেকেই মগবাজারে বিস্ফোরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জমে থাকা গ্যাস থেকেই রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আর সেই গ্যাস ভবনের নিচতলায় বেঙ্গল মিটের দোকানে জমে ছিল। এই দোকান থেকেই বিস্ফোরণ হয়েছে বলে ফায়ার সার্ভিসের তদন্তে উঠে এসেছে।
ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটির এক সদস্য জানান ‘গ্যাসের উৎস চিহ্নিত করা যায়নি। তবে বেঙ্গল মিটের দোকান থেকে বিস্ফোরণ হয়েছে, এটা নিশ্চিত। তিন কারণে বিস্ফোরণ হতে পারে বলে উঠে এসেছে তদন্তে । প্রথমত বৈদ্যুতিক সুইচ চালু অথবা বন্ধ করার সময় স্পার্ক হয়ে অথবা মশার ব্যাট দিয়ে মশা মারার সময় স্পার্কের কারনে অথবা মোবাইলে কোনো কারণে স্পার্ক হওয়ার পর এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।’