জমে উঠেছে মানুষ বিক্রির হাট

- আপডেট সময় : ০২:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে মানুষ বিক্রির হাট। প্রতিদিন এসব হাটে কেউ বিক্রি হচ্ছেন বছর কিংবা মাস হিসেবে আবার কেউ দিন হিসেবে। এ হাটে ১ জন মানুষ বিক্রি হচ্ছেন ৩০০ থেকে ৪০০ টাকায়। জীবিকার তাগিদে পরিবার ছেড়ে তারা আশ্রয় নিচ্ছেন ভিন জেলার চেনা জানা হীন অপরিচিত কোনো এক মালিকের বাড়ি। আর সেখানে কাটিয়ে দিচ্ছেন মাস কিংবা বছর।
ফরিদপুর জেলার গোয়ালচামট ও জনতা ব্যাংকের মোড়ে জমে উঠেছে মানুষ বিক্রির হাট। এসব হাটে প্রতিদিন ভোর হতে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হচ্ছেন মানুষ। হাটগুলোতে কেউ বিক্রি হচ্ছেন বছর কিংবা মাস হিসেবে। আবার কেউ বিক্রি হচ্ছেন দিনের জন্যেও। এই সময়ে উত্তর অঞ্চলে কাজ না থাকায় জীবিকার তাগিদে পরিবার ছেড়ে কাজের সন্ধানে আসেন এই জেলায়। তাদের বাড়ি রাজশাহী, দিনাজপুর, রংপুর, নওগাঁ এবং নাটোরসহ দেশের বিভিন্ন জেলায়।
এহাটকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অস্থায়ী খাবার হোটেলসহ বিক্রি হওয়া মানুষের কাজে ব্যবহৃত জিনিসপত্রের দোকান। শ্রমিক বেচাকেনার জন্য একটি নির্দিষ্ট জায়গা প্রয়োজন বললেন ফরিদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্ল্যা।