সপ্তাহ পেরুতেই জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা

- আপডেট সময় : ০২:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ২২৯৯ বার পড়া হয়েছে
সপ্তাহ পেরুতেই জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। এবার শতাধিক স্টলে দেশি-বিদেশি ২শ’ প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধক গাছের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে, বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগানের গাছ। পুরো জুন মাস জুড়ে রাজধানীর আগারগাঁওয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে বৃক্ষমেলা। সানজিদা প্রিয়’র প্রতিবেদন।
করোনার ২ বছর পর রাজধানীর আগারগাঁওয়ে আবার বসেছে জাতীয় বৃক্ষমেলা। হরেক রকম আম, কাঠাল, জামসহ নানাদেশি বিদেশি ফলের চারার পসরা সাজিয়ে বসেছে বৃক্ষ ব্যবসায়ীরা। আর নগরবাসীও পছন্দের বৃক্ষ কিনতে ছুটে আসছে।
শহরের অল্প জায়গায় কম সময়ে ফল খাওয়া যায় বলে, ছাদ বাগানের উপযোগী এমন চারা গাছের কদর দিন দিন বাড়ছে। এবারের মেলায় ১১০টি স্টলে ২০০ প্রজাতির দেশি বিদেশি ফল, ফুল ও শোভাবর্ধক গাছ পাওয়া যাচ্ছে।
এবারের বৃক্ষমেলায় রয়েছে বিচিত্র রকমের অর্কিডের সমারোহ। থাইল্যান্ড থেকে আমদানী করা বিদেশি প্রজাতির অর্কিডের পাশাপাশি রয়েছে মানিকগঞ্জ, সাভারসহ বেশ কিছু জায়গার র্কিড।
শহরে গাছ লাগাতে টপ অপরিহার্য। মেলায় পাওয়া যাচ্ছে বিচিত্র রকমের ডিজিটাল টপ; যা আকৃষ্ট করছে দর্শনাথীদের।
বৃক্ষ প্রানে প্রকৃতি প্রতিবেশ; আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া বৃক্ষমেলায় চলবে পুরো জুন মাস জুড়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলঅ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।