জমে উঠেছে জামালপুর সদরের জাতীয় সংসদ নির্বাচন
- আপডেট সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
জমে উঠেছে জামালপুর সদরের জাতীয় সংসদ নির্বাচন। শীতকে উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকরা রাত-দিন ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। সদর উপজেলার ১ টি পৌরসভা ও ১৫ ইউনিয়নে জামালপুর সদর ৫ আসনের নির্বাচনের খরব।
যতই দিন ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে জামালপুর-৫ আসেনর নির্বাচন। ১ টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন নিয়ে এ আসনে বিএনপি, জামায়াত ,ইসলামী আন্দোলন,গণ অধিকার পরিষদ,বাংলাদেশ কংগ্রেম সহ মোট ৮ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনী এলাকায় চলছে জমজমাট প্রচার প্রচারনা। লিফলেট বিতরণ, সভা, মিছিল, মাইকিং ও
উন্নয়নের নানা রকম প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়করার চেষ্টা করছেন প্রার্থীরা। সকলেই জয়ের ব্যাপারে আশাবাদী। চাচ্ছেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন।
উন্নয়নের নানা প্রতিশ্রুতির সাথে যুব সমাজের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের বিষয়েও কথা দিচ্ছেন প্রার্থীরা।
তবে, ভোটারা মুখ খুলছেন না। সৎ যোগ্য ও যুবসমাজের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিতে চায় তারা।
জেলা রির্টানিং অফিসার জানান, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সব প্রস্তুতি রয়েছে।
আগামী ১২ ফ্রেব্রয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনে মোট ভোটার
৫ লাখ ৭৬ হাজার ৮০৮ জন জন । যার মাঝে নারী ২ লাখ ৯৫ হাজার ৫২ ভোটার
জন ও পুরুষ ২লাখ ৮১ হাজার ৭৪৬ ভোটার জন,হিজরা ১০ জন।

















