জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন

- আপডেট সময় : ০৫:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। মেয়র, কাউন্সিলর কিংবা সংরক্ষিত মহিলা কাউন্সিলর সব পদের প্রার্থীরাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে সবার নজর প্রধান দুই রাজনৈতিক দল সমর্থিত মেয়র প্রার্থীর দিকে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানিয়ে নেতাকর্মী ও ভোটারদের কেন্দ্রমুখী করতে উৎসাহ দিচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন। আর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড স্মরণ করিয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী।
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। কমিশনের নিয়মানুযায়ী তার দু’দিন আগেই শেষ করতে হবে প্রচার প্রচারণা। এত কম সময়ে নগরীর ৪১টি ওয়ার্ডের ২০ লাখেরও বেশী ভোটারের নজর কারতে হবে প্রার্থীদের। তাই দম ফেলার সময় নেই তাদের। এর ওপর রয়েছে করোনা ভাইরাসের বাড়তি সতর্কতা। মেয়র প্রার্থীদের পাশাপাশি বসে নেই কাউন্সিলর কিংবা সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরছেন তারাও।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তা অব্যহত রাখার পাশাপাশি সবার সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত নগরী গড়ে তুলতে নিজের পরিকল্পনার কথা জানিয়ে নৌকায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে প্রতিদিনই ঘাম ঝড়ানো গণসংযোগ করছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন। জয়ী হলে জনবান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
নির্বাচন কমিশনের বেধে দেয়া আচরণবিধির বাধ্য বাধকতায় এমপি, মন্ত্রীসহ সরকারী বিভিন্ন পদে থাকা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পাশে পাচ্ছেন না প্রথমবারের মতো নির্বাচনে আসা আওয়ামী লীগের মেয়র প্রার্থী। বিপরীতে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সিনিয়র নেতারা অংশ নিচ্ছেন বিএনপি প্রার্থীর প্রচারণায়।