জমে উঠেছে গাইবান্ধার শিল্প ও বাণিজ্য মেলা
- আপডেট সময় : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নজরকাড়া আলোক সজ্জা ও দৃষ্টি নন্দন পানি ফোয়ারায় জমে উঠেছে গাইবান্ধার শিল্প ও বাণিজ্য মেলা। স্বাস্থ্যবিধি মেনে পছন্দের পণ্য কিনতে মেলায় ভীড় করছে তরুণ তরুণীরা। কেনাকাটা শেষে উপভোগ করছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
নান্দনিক আদলে সাজানো পানির ফোয়ারা ও দৃষ্টিনন্দন আলোকরশ্নির খেলায় আকৃষ্ট করেছে গাইবান্ধা পুনাক শিল্প ও বাণিজ্য মেলার দর্শকদের। বিভিন্ন ধরনের পন্যের সমারোহে দোকানগুলোতে বেড়েছে ভীড়।
জেলার পুলিশ লাইন্স মাঠে শীতকে উপেক্ষা করে দিন থেকে রাত পযন্ত চলছে এই মেলা। দীঘ দিন পর করোনা বিস্তার কাটিয়ে মেলা ক্রেতার সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রোরা।
পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) ও জেবি ট্রেড ইন্টারন্যাশনাল এর উদ্দ্যোগে এ শিল্প ও বানিজ্য মেলায় আয়োজন করা হয়েছে বলে জানান উদ্দ্যোতারা।
প্রায় ৯০টি স্টল দিয়ে সাঁজানো মাস ব্যাপী এ মেলায় প্রতিদিন শিল্পীরা পরিবেশন করছেন সংস্কৃতি অনুষ্ঠান।










