জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৩৭ শতাংশ জমির মালিকানা নিয়ে সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের বিরোধ চলছিলো দীর্ঘদিন।বিভিন্ন সময়ে তাদের ঝগড়া হতো।এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বিচার সালিসও ডাকা হয়। বিচার সালিশ অমান্য করে হাবিবুর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে। এতে বাঁধা দিলে দু’পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। এতে নারীসহ ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাহিদা বেগম চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। এছাড়াও দেলোয়ার হোসেন নামে একজনের অবস্থা আশংকাজনক।























