জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জমি নিয়ে বিরোধের জেরে পাবনার ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরো চারজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, জমিজমা নিয়ে উপজেলার বায়রাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খোকনের সাথে তার চাচাতো ভাই আব্দুল আলীমের বিরোধ ছিল দীর্ঘদিন। শনিবার বিকেলে জমির সীমানা নির্ধারণ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে খোকন ও আলীমসহ দুই পক্ষের ৫ জন আহত হয়। পরে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোকনের মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।