জমি-জমা লিখে নেয়ার পর এক বাবাকে পাগল অপবাদে বেঁধে রাখার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে
- আপডেট সময় : ০২:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নওগাঁয় জমি-জমা লিখে নেয়ার পর এক বাবাকে পাগল অপবাদে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে। প্রতিবেশীরা বলছেন, ছেলেদের জমি লিখে দেয়ার পর থেকেই কিছুটা অসুস্থ্য হয়ে পড়েন মজিবর। তবে তিনি পাগল ছিলেন না।
নওগাঁর রানীনগর উপজেলার শরিয়া গ্রামের ৬ সন্তাকের জনক মজিবর ফকির। যার এখন দিন কাটছে পায়ে রশি বাঁধা অবস্থায়।প্রতিবেশীরা জানান, গেলো ৭ মাস আগে তার সমুদয় জমি লিখে নেন সন্তানরা। এরপর থেকেই মানষিকভাবে ভেঙ্গেপড়েন মজিবর। নিজ বাড়ি থেকে বের করে পায়ে রশি বেঁধে রাখা হয় এই কুড়েঘরে। স্থানীয়রা জানান, মজিবর পাগল ছিলেন না। চিকিৎসা পেলেই সুস্থ্য হয়ে উঠবেন তিনি।
স্ত্রী ফরিদাও জানালেন জমি লিখে নেয়ার পর সন্তানরা নূন্যতমও খোঁজ নেয় না মা-বাবার। স্বামীর চিকিৎসা করানোর ইচ্ছে থাকলেও সামর্থ না থাকায় আর হয়ে উঠেছেনা। আর ছেলেদের দাবী, ছেড়ে দিয়ে রাখলে বিভিন্নজনকে অত্যাচার করে তাদের বাবা। তাই এভাবে বেঁধে রেখেছেন। টাকার অভাবে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন নি বলেও জানান ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, এমন অমানবিক কাজের প্রমান মিললে ব্যবস্থা নেয়া হবে। আর সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৮০ বছরের বৃদ্ধ মজিবরের বন্দি জীবনের অবসান হোক দ্রুতই।
















