জমকালো আয়োজনে শেষ হলো ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’
- আপডেট সময় : ১২:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত রিয়েলিটি শো মমতাজ মেহেদি নিবেদিত ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে পঞ্চমবারের মতো আয়োজিত এই মেগা ইভেন্টটি নতুন মুখ অন্বেষণে শোটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে আরও একবার প্রমাণ করেছে।
গতকাল ১৭ জানুয়ারি রাজধানীর আইসিসিএল ভেনুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শোটির গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটি পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’, আর মিডিয়া পার্টনারহিসেবে ছিল এশিয়ান টেলিভিশন।

অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। একাধিক ধাপের বাছাই ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগীফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সাতজন প্রতিযোগী সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হন।
এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হিসেবে নির্বাচিত হন ঋতু, দেব ও তানিয়া। এছাড়া দ্বিতীয় রানার্সআপ হন সৌরভ ও সুমি। গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ। তাদের উপস্থিতি অনুষ্ঠানের আকর্ষণকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।

উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ আজ শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।




















