জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করবে বিএনপি : তারেক রহমান

- আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ১৫১৯ বার পড়া হয়েছে
স্বৈরাচারকে আশ্রয় দিয়ে জনগণের বিরাগভাজন হয়েছে ভারত। এতে বিএনপির কিছু করার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করবে তার দল। অন্তর্বর্তী সরকার সম্পর্কে তারেক রহমান বলেন, সরকার দৃঢ় থাকলে সন্দেহ দূর হবে। সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন বিএনপির শীর্ষ এ নেতা।
প্রায় দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশে কথা বলেন, রাষ্ট্রের সংস্কার, রাজনীতি ও ভারতের সম্পর্ক নিয়ে।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে, তাই বিএনপি সবার আগে দেশের স্বার্থ দেখবে। সীমান্তে হত্যাকাণ্ড ও পানির ন্যায্য হিস্যার কথাও বলেন তারেক রহমান।
লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করবে তার দল।
অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবে, ততই সন্দেহ দূর হবে বলে জানান তারেক রহমান।
রাষ্ট্র সংস্কার ইস্যুতে তারেক রহমান বলেন, মূলত কিছু সংস্কার যা না করলেই নয়, সেগুলো করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। এখন সরকারের মূল কাজ সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন আয়োজন করা।
কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে দেশ, জনগণ, সার্বভৌমত্ব। তা অক্ষুণ্ন রেখে বৈশ্বিক স্বার্থ বিবেচনার কথা জানান বিএনপির এ শীর্ষ নেতা।