জন সমর্থন হারিয়েও ক্ষমতা দখলে রেখেছে আওয়ামী লীগ : বিএনপি

- আপডেট সময় : ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জন সমর্থন হারিয়ে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলে রেখেছে। গণ দাবি মেনে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদেরকে পদত্যাগের আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের রেলিতে এসব কথা বলেন তিনি। এদিকে, খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ছাড়া সরকারের সঙ্গে কোন আলোচনায় না যেতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানিয়েছেন তৃণমূল নেতারা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি নিয়ে লেখা ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীরা জরো হয় নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এলাকায়। শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই মানুষের স্রোতে মহাসমাবেশে পরিণত হয় বিজয় রেলি। রাজধানীর কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত যান চলাচলও বন্ধ হয়ে যায়।
রেলিতে অংশ নেয়া নেতা-কর্মীরা বিজয়ের আনন্দের পাশাপাশি দাবি করেন বিএনপি চেয়ারপার্সনের মুক্তি।
খালেদা জিয়ার মুক্তি ছাড়া সরকারের নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ না নিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানায় তৃণমূল নেতৃত্ব।
রেলির আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লাখো মানুষের এই উপস্থিতি প্রমাণ করে বিএনপির চাওয়া এখন গণদাবিতে পরিণত হয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারী এই সরকারকে হটাতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
রেলিটি কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল হয়ে ফের নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতারা অংশ নেন।