জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

- আপডেট সময় : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। নতুন বছরে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণে এখন পর্যন্ত করোনার অভিঘাত সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে সরকারি সব কাজে জনগণের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে আরো কার্যকর করার আহ্বান জানান তিনি।
রীতি অনুযায়ী বছরের শুরুতে বসেছে জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন। করোনার কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে। পাশাপাশি ওমিক্রনের বিস্তার রোধে আরোপ করা হয়েছে বাড়তি কড়াকড়ি।
বিধি অনুযায়ী বৈঠকের শুরুতে শোক প্রস্তাব ও সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি তার ভাষণে করোনা মোকাবিলায় সরকারের নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন।
সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতি যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
ধর্মের নামে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করা হয়। সোমবার এই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এই অধিবেশন চলতে পারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত।