জনসম্মুখেই ভ্যাকসিন নেবেন জাতিসংঘের মহাসচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, করোনার ভ্যাকসিন সহজলভ্য হলে তিনি জনসম্মুখেই ভ্যাকসিন নেবেন । বিশ্বের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ভ্যাকসিন গ্রহণ করবেন।
জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনের সময় ভ্যাকসিন গ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, কেউ একজন ভ্যাকসিন নেওয়ার মানে হচ্ছে পুরো কমিউনিটিতে তিনি আর সংক্রমণ ছড়াচ্ছেন না। গত মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে বড় পরিসরে প্রথমবারের মতো ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়েছে। তবে এর মধ্যেই দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে বলেছে যে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই ভ্যাকসিন গ্রহণ করা উচিত হবে না।




















