জনবিচ্ছিন্ন আ’লীগ এখন বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে : আমীর খসরু

- আপডেট সময় : ০৭:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু জানান, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেরে বাংলার আদর্শে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই সোচ্চার থাকতে হবে।
স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই বহিঃশক্তির মাধ্যমে ক্ষমতায় থাকতে চায় সরকার।
এদিকে, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মে দিবসের কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান । মে দিবসের সমাবেশ থেকে এসেনসিয়াল সার্ভিস অ্যাক্টসহ সব কালা কানুন বাতিলের দাবি জানানো হবে বলেও জানান তিনি।