জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে চলছে চাঁদপুরের জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

- আপডেট সময় : ০১:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে চলছে চাঁদপুরের জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। তবু, সময়োপযোগী সেবা ও থেরাপির মাধ্যমে চিকিৎসা দিয়ে যাচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীদের। চিকিৎসা পেয়ে প্রতিবন্ধী সন্তানদের উন্নতিতে খুশি অভিভাবকরা। সমস্যা সমাধানের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
শাফায়েত, সাব্বির, আহসান, বকাউল ছ’মাস আগেও ছিল বিছানাবন্দী। এখন তারা দাঁড়াতে, এমনকি হাটতেও পারে। দীর্ঘদিন এসব প্রতিবন্ধী শিশুদের বিভিন্নভাবে চিকিৎসা করেও কোনো উন্নতি দেখেনি অভিভাবকরা। সবশেষে চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সন্তানের এমন উন্নতিতে খুশি তারা।
বিনামূল্যে চিকিৎসা পেলেও এখানে মানুষ আসে বিভিন্ন জায়গা ঘুরে। এতে করে প্যারালাইজড রোগীদের সারিয়ে তোলা কঠিন হয়ে পড়ে বলে জানান, এই কনসালটেন্ট।
থেরাপি সহকারী টেকনিশিয়ানসহ ৪টি পদ শূন্য রয়েছে এখানে। এছাড়া, ভাড়াবাড়িতে কার্যক্রম চালানো হচ্ছে। কক্ষ সংকট রয়েছে বলে জানান, এই কর্মকর্তা।
প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইলচেয়ার, ট্রাইসাইকেল, হেয়ারিং এইডসহ নানা উপকরণ বিতরণও করা হয় এখান থেকে। ২০১২ থেকেই এখানে ফিজিও থেরাপির মাধ্যমে অটিস্টিক শিশু, প্যারালাইজড, স্ট্রোকসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে।