জনপ্রতিনিধিরা দুর্নীতি করায় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : পরিকল্পনামন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা দুর্নীতিতে নিমজ্জিত বলেই প্রান্তিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দুর্নীতি বন্ধ করে স্থানীয় জনপ্রতিনিধিদের মানুষের সেবায় কাজ করার আহবান জানান তিনি। সকালে, সিপিডির জাতীয় সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা, স্থানীয় সরকারে অনিয়ম দুর্নীতির পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
জাতীয় উন্নয়নে অঙ্গীকার কতোটুকু বাস্তবায়ন হয়- এ বিষয় নাগরিক সম্মেলনের আয়োজন সেন্টার ফর পলিসি ডায়ালগ–সিপিডি।
নারীর ক্ষমতা, শিক্ষা ও মানসম্মত কর্মসংস্থান বাড়াতে নতুন পরিকল্পনার কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক।
রাজনৈতিক ইশতেহারে সঙ্গে দেশের জনগণের সম্পৃক্ততা একেবারেই নেই। আগামী নির্বাচনে দলকে ইশতেহার তৈরিতে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন সিপিডি গবেষনা পরিচালক।
বর্তমানের নির্বাচন ব্যবস্থায় পেশি শক্তি বেশি ব্যবহার করা হয় বলে জানান স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দরকার শক্তিশালী গণতন্ত্র।
উন্নয়নের জন্য স্থিতিশীল পরিবেশ দরকার; এব্যাপারে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী।
দেশের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আগাগোড়াই দুর্নীতিতে নিমজ্জিত বলেও মন্তব্য করেন এম এ মান্নান।