জনপ্রতিনিধিদের নামে অপপ্রচার ও ষড়যন্ত্র করছেন চেয়ারম্যান সাইফুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
স্থানীয় জনপ্রতিনিধিদের নামে বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করছেন সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান সাইফুল ইসলাম। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা।
সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বনগাঁওই ইউনিয়ন পরিষদের সদস্য মান্নান হাওলাদার। তিনি জানান, সাইফুল চেয়ারম্যানের পরিচিত আত্মীয় স্বজন ৪৭ জনকে ভূমিহীন পরিচয় দিয়ে প্রত্যয়নপত্র বানানো হয়েছে। এর আগে চেয়ারম্যান সাইফুল ও তার সহযোগীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।